ইব্রীয় 12:20 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 এই জন্য আজ্ঞা তারা সহ্য করতে পারল না, “যদি কোনো পশু পর্বত স্পর্শ করে, তবে সেও পাথরের আঘাতে মারা যাবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 কারণ এই হুকুম তারা সহ্য করতে পারল না, “যদি কোন পশু পর্বত স্পর্শ করে, তবে তাকেও পাথর ছুঁড়ে হত্যা করা হবে”; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 কারণ এই আদেশ তারা সহ্য করতে পারেনি, “যদি একটি পশুও পর্বত স্পর্শ করে, তাহলে তাকে অবশ্যই পাথরের আঘাতে মেরে ফেলা হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 কারণ ‘এমন কি কোন পশু যদি পর্ব স্পর্শ করে তবে তাকে প্রস্তরাঘাতে হত্যা করতে হবে’ —এই আদেশের তীব্রতা তারা সহ্য করতে পারেনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 কারণ এই আজ্ঞা তাহারা সহ্য করিতে পারিল না, “যদি কোন পশু পর্ব্বত স্পর্শ করে, তবে সেও প্রস্তারাঘাতে হত হইবে”; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 কারণ যে আদেশ তাদের দেওয়া হয়েছিল তা তারা সহ্য করতে পারল না। তাদের বলা হল, “যদি কোন কিছু, এমন কি কোন পশু পর্যন্ত পর্বত স্পর্শ করে, তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে।” অধ্যায় দেখুন |