ইব্রীয় 12:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 অতএব তোমরা শিথিল হাত ও দুর্বল হাঁটু পুনরায় সবল কর; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 অতএব তোমাদের শিথিল হাত ও অবশ হাঁটু সবল কর; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 অতএব, তোমরা তোমাদের অশক্ত বাহু ও দুর্বল হাঁটু সবল করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 সুতরাং তেআমরা তোমাদের শিথিল বাহু তুলে ধর, অবসন্ন চরণ দুখানি সবল কর, দৃঢ় পদে উঠে দাঁড়াও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 অতএব তোমরা শিথিল হস্ত ও অবশ হাঁটু সবল কর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 তাই তোমাদের শিথিল হাত দুটোকে শক্ত করো, অবশ হাঁটু দুটোকে সবল করে তোল। অধ্যায় দেখুন |