ইব্রীয় 11:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 তিনি মনে বিবেচনা করেছিলেন যে, ঈশ্বর ইসহাককে মৃত্যু থেকে উঠাতে সমর্থ, আবার তিনি তাকে দৃষ্টান্তরূপে ফিরে পেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 তিনি মনে স্থির করেছিলেন, আল্লাহ্ মৃতদের মধ্য থেকেও উত্থাপন করতে সমর্থ; আবার তিনি সেখান থেকে দৃষ্টান্ত হিসেবে তাঁকে ফিরে পেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 অব্রাহাম যুক্তিবিবেচনা করেছিলেন যে, ঈশ্বর মৃত মানুষকেও উত্থাপিত করতে পারেন, তাই আলংকারিকরূপে বলা যেতে পারে, তিনি মৃত্যু থেকে ইস্হাককে ফিরে পেয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 কারণ তিনি বিবেচনা করেছিলেন যে, ঈশ্বর মৃতলোক থেকে মানুষকে পুনর্জীবিত করতে সক্ষম, প্রকারান্তরে বলা চলে, তিনি সেখানে থেকেই তাকে ফিরে পেয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 তিনি মনে স্থির করিয়াছিলেন, ঈশ্বর মৃতগণের মধ্য হইতেও উত্থাপন করিতে সমর্থ; আবার তিনি তথা হইতে দৃষ্টান্তরূপে তাঁহাকে ফিরিয়া পাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 অব্রাহাম বিশ্বাস করলেন যে ঈশ্বর মৃত্যুর মধ্য হতেও মানুষকে উত্থিত করতে সমর্থ। বাস্তবে তাই হল, ঈশ্বর অব্রাহামকে তাঁর পুত্রকে বলি দেওয়া থেকে বিরত করলেন। ফলে অব্রাহাম ইস্হাককে যেন মৃত্যুর মধ্য থেকেই ফিরে পেলেন। অধ্যায় দেখুন |