ইব্রীয় 10:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 কেউ মোশির নিয়ম অমান্য করলে সেই দুই বা তিন সাক্ষীর প্রমাণে বিনা দয়ায় মারা যায়; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 কেউ মূসার শরীয়ত অমান্য করলে তাকে দুই বা তিন জন সাক্ষীর সাক্ষ্যের ফলে নির্দয়ভাবে হত্যা করা হয়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 কেউ মোশির বিধান লঙ্ঘন করলে, দুজন বা তিনজনের সাক্ষ্য প্রমাণে তাকে নির্দয়ভাবে হত্যা করা হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 মোশির বিধান যে লঙ্ঘন করে, দুই কিম্বা তিনজন সাক্ষীর কথায় নির্দয় মৃত্যুদণ্ডে সে দণ্ডিত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 কেহ মোশির ব্যবস্থা অমান্য করিলে সে দুই বা তিন সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 কেউ যদি মোশির দেওয়া বিধি-ব্যবস্থা লঙ্ঘন করতো তবে দুজন কিংবা তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হত, তাকে ক্ষমা করা হত না। অধ্যায় দেখুন |