ইব্রীয় 10:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তারপরে তিনি বলেন, “এবং তাদের পাপ ও অধর্ম্ম সব আর কখনও মনে করব না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তারপর তিনি বলেন, “এবং তাদের গুনাহ্ ও অধর্মগুলো আর কখনও স্মরণে আনবো না।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 এরপর তিনি বলেন, “আমি তাদের পাপ ও অনাচার, আর কোনোদিন স্মরণ করব না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তাদের পাপ ও উচ্ছৃঙ্খলতাআর কখনও স্মরণ করব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তৎপরে তিনি বলেন, “এবং তাহাদের পাপ ও অধর্ম্ম সকল আর কখনও স্মরণে আনিব না।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 এরপর তিনি বলেন: “আমি তাদের সব পাপ ও অধর্ম আর কখনও মনে রাখবো না।” অধ্যায় দেখুন |