Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইফিষীয় 5:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 কারণ আমরা তাঁর দেহের অঙ্গ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 কেননা আমরা তাঁর দেহের অংশ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 কারণ আমরা তো তাঁরই দেহের অঙ্গপ্রত্যঙ্গ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

30 কারণ আমরা তাঁর দেহের অঙ্গপ্রত্যঙ্গ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 কেননা আমরা তাঁহার দেহের অঙ্গ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 কারণ আমরা তাঁর দেহেরই অঙ্গ প্রত্যঙ্গ।

অধ্যায় দেখুন কপি




ইফিষীয় 5:30
7 ক্রস রেফারেন্স  

তোমরা কি জান না যে, তোমাদের শরীর খ্রীষ্টের অঙ্গ? তবে কি আমি খ্রীষ্টের অঙ্গ নিয়ে গিয়ে বেশ্যার অঙ্গ করব? তা দূরে থাকুক।


ঠিক সেভাবে আমরা সংখ্যায় অনেক হলেও, আমরা খ্রীষ্টের এক দেহ এবং প্রত্যেক সদস্য একে অন্যের।


তখন আদম বললেন, “এবার [হয়েছে]; ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস; এর নাম নারী হবে, কারণ ইনি মানুষ থেকে গৃহীত হয়েছেন।”


সেই মণ্ডলী খ্রীষ্টের দেহ, তাঁরই পূর্ণতাস্বরূপ, যিনি সব বিষয়ে সব কিছু পূরণ করেন।


তারা খ্রীষ্টকে মাথা হিসাবে ধরে না, যাঁর কাছ থেকে সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন একসঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের শক্তিতে বড় হয়ে উঠছে।


কেউ ত কখনও নিজ দেহের প্রতি ঘৃণা করে নি, বরং সবাই তার ভরণ পোষণ ও লালন পালন করে; যেমন খ্রীষ্টও মণ্ডলীকে করছেন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন