ইফিষীয় 5:25 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে সেই মত ভালবাসো, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে ভালবাসলেন, আর তার জন্য নিজেকে দান করলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তোমরা যারা স্বামী, তোমরা নিজ নিজ স্ত্রীকে মহব্বত কর, যেমন মসীহ্ও মণ্ডলীকে মহব্বত করলেন আর তার জন্য নিজেকে দান করলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে ভালোবেসো, যেমন খ্রীষ্ট মণ্ডলীকে ভালোবেসেছেন এবং তার জন্য আত্মত্যাগ করেছেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 খ্রীষ্ট যেমন মণ্ডলীকে ভালবেসেছেন এবং তার জন্য আত্মদান করেছেন, স্বামীরা, তোমরাও সেইভাবে স্ত্রীকে ভালবাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম কর, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 স্বামীরা, তোমরাও তোমাদের স্ত্রীদের অনুরূপ ভালবাসো, যেমন খ্রীষ্ট তাঁর মণ্ডলীকে ভালবেসেছেন ও তার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন। অধ্যায় দেখুন |