আমোষ 5:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 এই জন্য আমি তোমাদের দম্মেশক থেকেও দূরে বন্দী হিসাবে পাঠাবো,” সদাপ্রভু বলেন, যাঁর নাম হল বাহিনীগণের সদাপ্রভু। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 অতএব আমি তোমাদের নির্বাসনের জন্য দামেস্কের ওদিকে গমন করাব, মাবুদ এই কথা বলেন, যাঁর নাম বাহিনীগণের আল্লাহ্। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 তাই আমি তোমাদের দামাস্কাসের ওপারে নির্বাসিত করব,” বলেন সদাপ্রভু, যাঁর নাম সর্বশক্তিমান ঈশ্বর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 কারণ আমি তোমাদের দামাসকাসের ওপারে নির্বাসনে পাঠাব। প্রভু এ কথা বলেছেন, ‘সর্বাধিপতি প্রভু’ নামে তিনি আখ্যাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 অতএব আমি তোমাদিগকে নির্ব্বাসনার্থে দম্মেশকের ওদিকে গমন করাইব, ইহা সদাপ্রভু কহেন, যাঁহার নাম বাহিনীগণের ঈশ্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 সে জন্য দম্মেশকের ওপারে বন্দী হিসাবে যেন তোমাদের নিয়ে যাওয়া হয় তার ব্যবস্থা করব।” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন। তাঁর নাম সর্বশক্তিমান ঈশ্বর! অধ্যায় দেখুন |