আমোষ 5:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 তার পরিবর্তে, বিচার জলের মত বয়ে যাক এবং ধার্ম্মিকতা চিরকাল বয়ে যাওয়া স্রোতের মত বয়ে যাক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 কিন্তু বিচার পানির মত প্রবাহিত হোক, ধার্মিকতা চিরপ্রবাহমান স্রোতের মত বয়ে যাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 কিন্তু ন্যায়বিচার নদীর মতো প্রবাহিত হোক, ধার্মিকতা কখনও শুকিয়ে না যাওয়া স্রোতের মতো হোক! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 পরিবর্তে, মুক্তধারার মত প্রবাহিত হোক ন্যায়বিচার, চিরপ্রবাহিনী তটিনীর মত বয়ে চলুকধার্মিকতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 কিন্তু বিচার জলবৎ প্রবাহিত হউক, ধার্ম্মিকতা চিরপ্রবহমাণ স্রোতের ন্যায় বহুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তোমাদের দেশের মধ্যে সর্বত্র সুবিচারের ধারা জলের মতোই সহজে বয়ে যেতে দাও। ধার্মিকতা স্রোতের মত বয়ে যাক যেটা কখনও শুকিয়ে যাবে না। অধ্যায় দেখুন |