আদিপুস্তক 9:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 এই তিনজন নোহের ছেলে; এদেরই বংশ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 এই তিন জন নূহের পুত্র, এঁদেরই বংশ সারা দুনিয়াতে ছড়িয়ে পড়লো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 এরাই হলেন নোহের সেই তিন ছেলে, এবং তাঁদের থেকে যেসব লোকজন উৎপন্ন হল, তারা সমগ্র জগতে ছড়িয়ে পড়ল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 নোহের এই তিনটিই পুত্র ছিল, এঁদের বংশধরদের দ্বারাই পৃথিবী প্রজাবন্ত হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 এই তিন জন নোহের পুত্র; ইহাঁদেরই বংশ সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 ঐ তিনজন হল নোহর পুত্র। ঐ তিন পুত্র হতেই পৃথিবীর সমস্ত মানুষ এসেছে। অধ্যায় দেখুন |