আদিপুস্তক 6:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 আর তোমার ও তাদের আহারের জন্য তুমি সব ধরনের খাদ্য সামগ্রী এনে নিজের কাছে সঞ্চয় করবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর তোমার ও তাদের আহারের জন্য তুমি সব রকমের খাবার জিনিস এনে তোমার কাছে মজুদ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তোমাদের ও তাদের সকলের খাদ্যরূপে তোমাকে সব ধরনের খাদ্যদ্রব্য মজুত করতে হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তোমার ও তাদের খাওয়ার জন্য সব রকমের খাদ্যবস্তু সংগ্রহ করে মজুত করে রাখবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর তোমার ও তাহাদের আহারার্থে তুমি সর্ব্বপ্রকার খাদ্য সামগ্রী আনিয়া আপনার নিকটে সঞ্চয় করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তোমাদের জন্য আর অন্যান্য পশুপাখীর জন্য সমস্ত রকম খাবারও অবশ্যই জোগাড় করে রাখবে।” অধ্যায় দেখুন |