Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 46:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 নপ্তালির ছেলে যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 নপ্তালির পুত্র যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 নপ্তালির ছেলেরা: যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 এরা বিল্‌হার সন্তান-সন্ততি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 নপ্তালির পুত্র যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 নপ্তালির পুত্র ছিলেন যহসিয়েল, গূনি, বেৎসর ও শিল্লেম।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 46:24
13 ক্রস রেফারেন্স  

নপ্তালির ছেলেরা হল যহসিয়েল, গূনি, যেৎসর ও শল্লুম। এরা বিলহার নাতি ছিল।


নপ্তালি গোষ্ঠীর এক হাজার সেনাপতি। তাঁদের সঙ্গে ছিল ঢাল ও বর্শাধারী সাঁইত্রিশ হাজার লোক।


দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।


ইস্রায়েলের রাজা পেকহের দিনের অশূর রাজা তিগ্লৎ পিলেষর আসলেন এবং ইয়োন, আবেলবৈৎমাখা, যানোহ, কেদশ, হাৎসোর, গিলিয়দ, গালীল ও নপ্তালির সমস্ত জায়গা দখল করলেন। আর সেখান থেকে তিনি সমস্ত লোকদের বন্দী করে অশূরে নিয়ে গেলেন।


আর নপ্তালির বিষয়ে তিনি বললেন, “নপ্তালি, তুমি অনুগ্রহে সন্তুষ্ট, আর সদাপ্রভুর আশীর্বাদে পরিপূর্ণ; তুমি পশ্চিম ও দক্ষিণ অধিকার কর।”


নপ্তালির পক্ষে ঐননের ছেলে অহীরঃ।”


নপ্তালি মুক্ত হরিণী, সে মনোহর বাক্য বলে।


রাহেলের দাসী বিলহার ছেলে; দান ও নপ্তালি।


আর দানের ছেলে হুশীম।


এরা সেই বিলহার ছেলে, যাকে লাবন নিজের মেয়ে রাহেলকে দিয়েছিলেন। সে যাকোবের জন্য এদেরকে প্রসব করেছিল; এরা সবশুদ্ধ সাত জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন