আদিপুস্তক 46:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 যিহূদার ছেলে এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কনান দেশে মারা গিয়েছিল এবং পেরসের ছেলে হিষ্রোণ ও হামূল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 এহুদার পুত্র এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কেনান দেশে মারা গিয়েছিল; আর পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 যিহূদার ছেলেরা: এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। (কিন্তু এর ও ওনন কনান দেশে মারা গিয়েছিল) পেরসের ছেলেরা: হিষ্রোণ ও হামূল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 যিহুদার পুত্র: য়ের, ওনান, শেলা, পেরেস্ ও জেরাহ্। এদের মধ্যে য়ের এবং ওনানের কনান দেশেই মৃত্যু হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 যিহূদার পুত্র এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কনান দেশে মরিয়াছিল; এবং পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 যিহূদার পুত্ররা হলেন এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। (এর ও ওনন কনান দেশেই মারা গিয়েছিল।) পেরসের পুত্ররা হলেন হিষ্রোণ ও হামূল। অধ্যায় দেখুন |