আদিপুস্তক 42:37 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী37 তখন রুবেন তাঁর বাবাকে বললেন, “আমি যদি তোমার কাছে তাঁকে না আনি, তবে আমার দুই ছেলেকে হত্যা কর; আমার হাতে তাঁকে সমর্পণ কর; আমি তোমার কাছে তাঁকে আবার এনে দেব।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 তখন রূবেণ তাঁর পিতাকে বললেন, আমি যদি তোমার কাছে তাকে ফিরিয়ে না আনি, তবে আমার দুই পুত্রকে খুন করো; আমার হাতে তাকে দাও; আমি তোমার কাছে তাকে পুনর্বার এনে দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 তখন রূবেণ তাঁর বাবাকে বললেন, “আমি যদি তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে না পারি তবে আপনি আমার দুই ছেলেকে মেরে ফেলতে পারেন। তার দায়িত্ব আমার হাতে তুলে দিন, আর আমি তাকে ফিরিয়ে আনব।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 রূবেণ তার বাবাকে বল, আমি যদি একে আপনার কাছে ফিরিয়ে না আনি তা হলে আপনি আমার দুই পুত্রকে হত্যা করবেন। আমার দায়িত্বে একে ছেড়ে দিন, আমি ওকে ফিরিয়ে আনব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 তখন রূবেণ আপন পিতাকে কহিলেন, আমি যদি তোমার নিকটে তাহাকে না আনি, তবে আমার দুই পুত্রকে বধ করিও; আমার হস্তে তাহাকে সমর্পণ কর; আমি তোমার কাছে তাহাকে পুনর্ব্বার আনিয়া দিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 কিন্তু রূবেন তার পিতাকে বলল, “পিতা, যদি আমি বিন্যামীনকে তোমার কাছে ফিরিয়ে না আনি তবে তুমি আমার দুই সন্তানকে হত্যা করো।” অধ্যায় দেখুন |