আদিপুস্তক 40:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 কিন্তু তিনি প্রধান রুটিওয়ালাকে ফাঁসি দিলেন; যেমন যোষেফ তাদেরকে স্বপ্নের অর্থ করে বলেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 কিন্তু তিনি প্রধান খাদ্য-প্রস্তুতকারককে গাছে টাঙ্গিয়ে দিলেন; যেমন ইউসুফ তাদেরকে অর্থ বলেছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 কিন্তু প্রধান রুটিওয়ালাকে তিনি শূলে চড়ালেন, ঠিক যেমনটি যোষেফ তাঁর ব্যাখ্যায় তাদের বলেছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 যোষেফ তাদের স্বপ্নের যে রকম ব্যাখ্যা করেছিলেন ঠিক সেই ভাবেই সব কিছু ঘটল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কিন্তু তিনি প্রধান মোদককে টাঙ্গাইয়া দিলেন; যেমন যোষেফ তাহাদিগকে অর্থ বলিয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 কিন্তু ফরৌণ রুটিওয়ালাকে ফাঁসি দিলেন। যোষেফ যেমনটি বলেছিলেন সেরকম ভাবেই সব ঘটনা ঘটল। অধ্যায় দেখুন |