আদিপুস্তক 40:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তিনি প্রধান পানপাত্রবাহককে তার নিজের পদে আবার নিযুক্ত করলেন, তাতে সে ফরৌণের হাতে পানপাত্র দিতে লাগল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তিনি প্রধান পানপাত্র-বাহককে তার নিজের পদে পুনর্বার নিযুক্ত করলেন, তাতে সে ফেরাউনের হাতে পানপাত্র দিতে লাগল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 প্রধান পানপাত্র বহনকারীকে তিনি তাঁর পদে পুনর্বহাল করলেন, যেন তিনি আরও একবার ফরৌণের হাতে পানপাত্রটি তুলে দিতে পারেন— অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 প্রধান খানসামাকে তিনি তার পূর্বের পদে বহাল করলেন এবং সে ফারাও-এর হাতে আবার পানপাত্র তুলে দিল, কিন্তু প্রধান পাচককে তিনি ফাঁসী দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তিনি প্রধান পানপাত্রবাহককে তাহার নিজ পদে পুনর্ব্বার নিযুক্ত করিলেন, তাহাতে সে ফরৌণের হস্তে পানপাত্র দিতে লাগিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ফরৌণ পানপাত্র বাহককে মুক্তি দিয়ে পুনরায় তাকে তার কাজে নিয়েগ করলেন। আর সেই পানপাত্র বাহক আবার ফরৌণের হাতে পানপাত্র দিতে লাগল। অধ্যায় দেখুন |