Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 36:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 আর রুয়েলের ছেলে নহৎ, সেরহ, শম্ম ও মিসা; এরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 রূয়েলের পুত্র নহৎ, সেরহ, শম্ম ও মিসা; এরা ইসের স্ত্রী বাসমতের সন্তান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 রূয়েলের ছেলেরা: নহৎ, সেরহ, শম্ম ও মিসা। এরাই হল এষৌর স্ত্রী বাসমতের সব নাতিপুতি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 রুয়েলের পুত্র নাহাৎ, সেবাহ, শাম্মা ও মিস্যা। এরা সকলেই এষৌর স্ত্রী বাসেমাতের পৌত্রাদি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আর রূয়েলের পুত্র নহৎ, সেরহ, শম্ম ও মিসা; ইহারা এষৌর স্ত্রী বাসমতের সন্তান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 রূয়েলের চার পুত্রের নাম নহৎ, সেরহ, শল্ম ও মিসা। এরা ছিল এষৌর স্ত্রী বাসমতের নাতি।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 36:13
5 ক্রস রেফারেন্স  

রূয়েলের ছেলেরা হল নহৎ, সেরহ, শম্ম ও মিসা।


এষৌর ছেলে রুয়েলের ছেলে দলপতি নয়, দলপতি সেরহ, দলপতি শম্ম ও দলপতি মিসা; ইদোম দেশের রুয়েল বংশীয় এই দলপতিরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।


আর এষৌ চল্লিশ বছর বয়সে হিত্তীয় বেরির যিহূদীৎকে এবং হিত্তীয় এলোনের মেয়ে বাসমৎকে বিয়ে করলেন।


আর এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য অমালেককে প্রসব করল। এরা এষৌর স্ত্রী আদার বংশধর।


আর সিবিয়োনের নাতনি অনার মেয়ে যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, তার ছেলে যিয়ূশ, যালম ও কোরহ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন