আদিপুস্তক 35:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 পরে যাকোব ও তাঁর সঙ্গীরা সবাই কনান দেশের লূসে অর্থাৎ বৈথেলে উপস্থিত হলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 পরে ইয়াকুব ও তাঁর সঙ্গীরা সকলে কেনান দেশের লূস নগরে অর্থাৎ বেথেলে উপস্থিত হলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 যাকোব ও তাঁর সব সঙ্গীসাথী কনান দেশের লূসে (অথবা, বেথেলে) এলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 যাকোব তাঁর সঙ্গের লোকজন নিয়ে কনান দেশের জনপদ লুস-এ অর্থাৎ বেথেলে গিয়ে উপস্থিত হলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 পরে যাকোব ও তাঁহার সঙ্গীরা সকলে কনান দেশস্থ লূসে অর্থাৎ বৈথেলে উপস্থিত হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 এরপর যাকোব আর তার লোকরা লুসে গেল। লুসের বর্তমান নাম বৈথেল। এটি কনান দেশে অবস্থিত। অধ্যায় দেখুন |