আদিপুস্তক 32:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তার পর যাকোব নিজের আগে সেয়ীর দেশের ইদোম অঞ্চলে তাঁর ভাই এষৌর কাছে দূতদেরকে পাঠালেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তারপর ইয়াকুব তাঁর আগে সেয়ীর দেশের ইদোম অঞ্চলে তাঁর ভাই ইসের কাছে দূত পাঠালেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 যাকোব নিজে যাওয়ার আগেই সেয়ীর দেশে, ইদোম অঞ্চলে তাঁর দাদা এষৌর কাছে তাঁর দূতদের পাঠিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 যাকোব আগেই ইদোম প্রদেশের সেয়ীর অঞ্চলে তাঁর বড় ভাই এষৌর কাছে দূত পাঠিয়ে দিলেন। তিনি তাদের নির্দেশ দিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তাহার পর যাকোব আপনার অগ্রে সেয়ীর দেশের ইদোম অঞ্চলে তাঁহার ভ্রাতা এষৌর নিকটে দূতগণকে পাঠাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 যাকোবের ভাই এষৌ থাকত সেয়ীরে। এই জায়গাটা ছিল পাহাড়ী দেশ ইদোমে। যাকোব এষৌর কাছে বার্তাবাহকদের এই বলে পাঠাল, অধ্যায় দেখুন |