আদিপুস্তক 32:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 পরে তিনি দ্বিতীয় ও তৃতীয় প্রভৃতি পালের পিছনে চলা দাস সবাইকেও আদেশ দিয়ে বললেন, “এষৌর সঙ্গে দেখা হলে তোমরা এই এই ধরনের কথা বল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 পরে তিনি দ্বিতীয় ও তৃতীয় এবং অন্যান্য পালের সঙ্গে যে গোলামরা যাচ্ছিল তাদেরকেও হুকুম দিয়ে বললেন, ইসের সঙ্গে দেখা হলে তোমরা এই এই রকম কথা বলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 সেই পশুপালের অনুগামী দ্বিতীয়জনকে, তৃতীয় জনকে ও অন্যান্য সবাইকেও তিনি নির্দেশ দিলেন: “তোমরা যখন এষৌর সঙ্গে দেখা করবে, তখন তোমাদেরও তাঁকে একই কথা বলতে হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য পশুপাল নিয়ে যারা যাচ্ছিল যাকোব তাদেরও বললেন, এষৌর সঙ্গে দেখা হলে তোমরাও ঐ কথা বলবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 পরে তিনি দ্বিতীয় ও তৃতীয় প্রভৃতি পালের পশ্চাদ্গামী দাস সকলকেও আজ্ঞা দিয়া কহিলেন, এষৌর সহিত দেখা হইলে তোমরা এই এই প্রকার কথা বলিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 যাকোব দ্বিতীয়, তৃতীয় এবং অন্য সব দাসদের ঐ একই কাজ করতে বলল। সে বলল, “এষৌর সঙ্গে দেখা হলে তোমরাও সবাই ঐ একই কাজ করবে। অধ্যায় দেখুন |