Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 28:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তখন এষৌ দেখলেন যে, কনানীয় মেয়েরা তাঁর বাবা ইসহাকের অসন্তোষের পাত্রী;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তখন ইস্‌ দেখলেন যে, কেনানীয় কন্যারা তাঁর পিতা ইস্‌হাকের অসন্তোষের পাত্রী;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 এষৌ তখন অনুভব করলেন কনানীয় মেয়েরা তাঁর বাবা ইস্‌হাকের কাছে কত অপছন্দসই;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 এ সব দেখে এষৌ বুঝতে পারলেন যে তাঁর পিতা ইস্‌হাক কনান দেশের মেয়েদের উপর সন্তুষ্ট নন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তখন এষৌ দেখিলেন যে, কনানীয় কন্যারা তাঁহার পিতা ইস্‌হাকের অসন্তোষপাত্রী;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 এসবের থেকে এষৌ বুঝল যে তাদের পিতা ইস‌্হাক চাইতেন না যে পুত্ররা কেউ কনানের মেয়েদের বিয়ে করে।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 28:8
6 ক্রস রেফারেন্স  

আমি তোমাকে স্বর্গ মর্ত্ত্যের ঈশ্বর সদাপ্রভুর নামে এই শপথ করাই, যে কনানীয় লোকদের মধ্যে আমি বাস করছি, তুমি আমার ছেলের বিয়ের জন্য তাঁদের কোনো মেয়ে গ্রহণ করব না,


“আমাদের শাসন করবার জন্য আমাদের একজন রাজা দিন,” তাদের এই কথা শমূয়েলের কাছে ভাল মনে হল না; তাতে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন।


তখন ইসহাক যাকোবকে ডেকে আশীর্বাদ করলেন এবং এই আজ্ঞা দিয়ে তাঁকে বললেন, “তুমি কনান দেশীয় কোনো মেয়েকে বিয়ে কর না।


রিবিকা ইসহাককে বললেন, “এই হিত্তীয়দের মেয়েদের বিষয় আমার প্রাণে ঘৃণা হচ্ছে; যদি যাকোবও এদের মতো কোনো হিত্তীয় মেয়েকে, এদেশীয় মেয়েদের মধ্যে কোনো মেয়েকে বিয়ে করে, তবে বেঁচে থেকে আমার কি লাভ?”


তাই যাকোব মা বাবার আদেশ মেনে পদ্দন অরামে গিয়েছেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন