আদিপুস্তক 28:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 তখন এষৌ দেখলেন যে, কনানীয় মেয়েরা তাঁর বাবা ইসহাকের অসন্তোষের পাত্রী; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তখন ইস্ দেখলেন যে, কেনানীয় কন্যারা তাঁর পিতা ইস্হাকের অসন্তোষের পাত্রী; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 এষৌ তখন অনুভব করলেন কনানীয় মেয়েরা তাঁর বাবা ইস্হাকের কাছে কত অপছন্দসই; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 এ সব দেখে এষৌ বুঝতে পারলেন যে তাঁর পিতা ইস্হাক কনান দেশের মেয়েদের উপর সন্তুষ্ট নন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তখন এষৌ দেখিলেন যে, কনানীয় কন্যারা তাঁহার পিতা ইস্হাকের অসন্তোষপাত্রী; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 এসবের থেকে এষৌ বুঝল যে তাদের পিতা ইস্হাক চাইতেন না যে পুত্ররা কেউ কনানের মেয়েদের বিয়ে করে। অধ্যায় দেখুন |