আদিপুস্তক 28:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তিনি অব্রাহামের আশীর্বাদ তোমাকে ও তোমার বংশকে দিন; যেন তোমার বাসস্থান এই যে দেশ ঈশ্বর অব্রাহামকে দিয়েছেন, এতে তোমার অধিকার হয়।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তিনি ইব্রাহিমের দোয়া তোমাকে ও তোমার সঙ্গে তোমার বংশকে দিন; যেন তোমার প্রবাসস্থান এই যে দেশ আল্লাহ্ ইব্রাহিমকে দিয়েছেন, তা তোমার অধিকারে আসে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 অব্রাহামকে যে আশীর্বাদ দেওয়া হয়েছিল, তিনি যেন তোমাকে ও তোমার বংশধরদের সেই আশীর্বাদই দেন, যার বলে তুমি সেই দেশের দখল নিতে পারো, যেখানে এখন তুমি এক বিদেশিরূপে বসবাস করছ, তা সেই দেশ, যেটি ঈশ্বর অব্রাহামকে দিয়েছিলেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 অব্রাহামের প্রতি তাঁর যে আশীর্বাদ তা তিনি তোমাকে ও তোমার বংশধরদের দান করুন, যেন তোমার প্রবাসভূমি এই দেশ, যা ঈশ্বর অব্রাহামকে দিয়েছেন, সেই দেশে তোমার অধিকার প্রতিষ্ঠিত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তিনি অব্রাহামের আশীর্ব্বাদ তোমাকে ও তোমার সহিত তোমার বংশকে দিউন; যেন তোমার প্রবাসস্থান এই যে দেশ ঈশ্বর অব্রাহামকে দিয়াছেন, ইহাতে তোমার অধিকার হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 যেভাবে ঈশ্বর অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন সেভাবে তিনি যেন তোমায় ও তোমার সন্তান-সন্ততিকে আশীর্বাদ করেন-এই প্রার্থনা করি এবং আমি প্রার্থনা করি যে যে দেশে তুমি বাস করবে সেই দেশ তোমার হবে। ঈশ্বর এই দেশ অব্রাহামকে দিয়েছিলেন।” অধ্যায় দেখুন |