আদিপুস্তক 28:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 আর সেই জায়গার নাম বৈথেল [ঈশ্বরের গৃহ] রাখলেন, কিন্তু আগে ঐ নগরের নাম লূস ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর সেই স্থানের নাম বেথেল (আল্লাহ্র গৃহ) রাখলেন, কিন্তু আগে ঐ নগরের নাম ছিল লূস। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 তিনি সেই স্থানটির নাম বেথেল রাখলেন, যদিও সেই নগরটিকে আগে লূস নামে ডাকা হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তিনি সেই জায়গাটির নাম রাখলেন বেথেল। (ঈশ্বরের নিবাস)। আগে এই জায়গার নাম ছিল লুস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর সেই স্থানের নাম বৈথেল [ঈশ্বরের গৃহ] রাখিলেন, কিন্তু পূর্ব্বে ঐ নগরের নাম লূস ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 সেই জায়গার নাম ছিল লুস কিন্তু যাকোব তার নাম বৈথেল রাখল। অধ্যায় দেখুন |