আদিপুস্তক 25:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 মিদিয়নের ছেলে ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া; এরা সকলে কটুরার বংশধর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 মাদিয়ানের সন্তান ঐফা, এফর, হনোক, অবীদ ও ইল্দায়া; এসব কটূরার সন্তান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 মিদিয়নের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া। এরা সবাই কটূরার বংশধর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 এফা, এফের, হানোক, অবিদা ও এল্দায়া—এরা হল মিদিয়নের সন্তান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 এবং মিদিয়নের সন্তান ঐফা, এফর, হনোক, অবীদ ও ইল্দায়া; এই সকল কটূরার সন্তান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ঐফা, এফর, হনোক, অবীদ এবং ইল্দায়া ছিল মিদিয়নের সন্তান-সন্ততি। অব্রাহাম ও কটুরার বিবাহের ফলে এইসব পুত্রদের জন্ম হয়। অধ্যায় দেখুন |