আদিপুস্তক 25:25 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 যে প্রথমে ভূমিষ্ঠ হল, সে রক্তবর্ণ এবং তার সর্বাঙ্গ লোমশ বস্ত্রের মতো ছিল। তার নাম এষৌ [লোমশ] রাখা গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 যে প্রথমে ভূমিষ্ঠ হল, সে লাল রংয়ের এবং তার সর্বাঙ্গ লোমশ কাপড়ের মত ছিল। তার নাম ইস্ (লোমশ) রাখা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 প্রথমে যে ভূমিষ্ঠ হল, তার গায়ের রং ছিল লাল, এবং তার সারা শরীর ছিল লোমশ পোশাকের মতো; তাই তাঁরা তার নাম দিলেন এষৌ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 প্রথমে যে সন্তান ভূমিষ্ঠ হল সে রক্তবর্ণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 যে প্রথমে ভূমিষ্ঠ হইল, সে রক্তবর্ণ এবং তাহার সর্ব্বাঙ্গ লোমশ বস্ত্রের সদৃশ ছিল। তাহার নাম এষৌ [লোমশ] রাখা গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 প্রথম সন্তানের গায়ের রং ছিল লাল। গায়ের ত্বক ছিল লোমশ বস্ত্রের মত। তাই তার নাম রাখা হল এষৌ। অধ্যায় দেখুন |