Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 25:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 হদদ, তেমা, জিতুর নাফীশ ও কেদমা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 যেতুর, নাফিশ ও কেদেমা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 মিশ্‌ম, দূমা, মসা, হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 হদদ, তেমা, যিটুর, নাফীশ এবং কেদমা।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 25:15
7 ক্রস রেফারেন্স  

তারা হাগরীয়দের সঙ্গে এবং যিটূরের, নাফীশের ও নোদবের সঙ্গে যুদ্ধ করল।


পরে যখন ইয়োবের তিন বন্ধু এ সমস্ত শুনল তার প্রতি কি ঘটেছে, তারা প্রত্যেকে তাদের নিজেদের জায়গা থেকে এল, তৈমনীয় ইলীফস, শূহীয় বিলদদ ও নামাথীয় সোফর। তারা তার কাছে যাওয়ার জন্য, তার সঙ্গে শোক করার এবং তাকে সান্ত্বনা করার জন্য দিন ঠিক করল।


এই সকল ইস্মায়েলের ছেলে এবং তাঁদের গ্রাম ও তাঁবুপল্লি অনুসারে তাঁদের এই এই নাম; তাঁরা নিজের নিজের জাতি অনুসারে বারো জন নেতা ছিলেন।


যিটূর, নাফীশ ও কেদমা। এরা ইশ্মায়েলের ছেলে।


টেমার মরুযাত্রীর লোকেরা দেখল, যখন শিবার লোকেরা তাদের উপর আশা করেছিল।


পিপাসার জন্য জল আন। হে টেমা দেশের বাসিন্দারা, তোমরা পালিয়ে যাওয়া লোকদের জন্য খাবার নিয়ে গিয়ে তাদের সঙ্গে দেখা কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন