আদিপুস্তক 24:34 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 তখন তিনি বলতে লাগলেন, “আমি অব্রাহামের দাস;” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তখন তিনি বলতে লাগলেন, আমি ইব্রাহিমের গোলাম; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 অতএব তিনি বললেন, “আমি অব্রাহামের দাস। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34-35 তিনি তখন বললেন, আমি অব্রাহামের দাস। প্রভু পরমেশ্বর আমার মনিবকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেছেন, তিনি ধনে-ঐশ্বর্যে সমৃদ্ধি লাভ করেছেন। প্রভু পরমেশ্বর তাঁকে অসংখ্য পশুপাল (গরু,ভেড়া,উট ও গাধা) এবং সোনা রূপো ও দাস-দাসী দিয়ে পূর্ণ করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তখন তিনি বলিতে লাগিলেন, আমি অব্রাহামের দাস; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 তখন সেই ভৃত্য বলল, “আমি অব্রাহামের পরিচারক। অধ্যায় দেখুন |