আদিপুস্তক 22:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 অব্রাহাম বললেন, “বৎস, ঈশ্বর নিজের হোমের জন্য বাচ্চা ভেড়া যোগাবেন।” পরে উভয়ে একসঙ্গে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 ইব্রাহিম বললেন, বৎস, আল্লাহ্ নিজেই পোড়ানো-কোরবানীর জন্য ভেড়ার বাচ্চা যুগিয়ে দেবেন। পরে উভয়ে একসঙ্গে চলে গেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 অব্রাহাম উত্তর দিলেন, “বাছা, ঈশ্বর স্বয়ং হোমবলির জন্য মেষশাবকের জোগান দেবেন।” আর তাঁরা দুজন একসাথে এগিয়ে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 অব্রাহাম বললেন, বৎস, ঈশ্বর নিজেই বলির জন্য মেষশাবকের ব্যবস্থা করে দেবেন। তাঁরা দুজনে এগিয়ে চললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 অব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন। পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 অব্রাহাম বললেন, “আমার পুত্র, স্বয়ং ঈশ্বর বলির জন্য মেষশাবকের ব্যবস্থা করবেন।” সুতরাং অব্রাহাম আর ইস্হাক দুজনে মিলে নির্দিষ্ট স্থানটিতে গেলেন। অধ্যায় দেখুন |