আদিপুস্তক 19:38 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 আর ছোট মেয়েটিও ছেলের জন্ম দিয়ে তার নাম বিন–অম্মি রাখল, সে এখনকার অম্মোন-লোকদের আদিবাবা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 আর কনিষ্ঠা কন্যাও পুত্র প্রসব করে তার নাম বিন্-অম্মি রাখল, সে এখনকার অম্মোনীয়দের আদিপিতা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 ছোটো মেয়েও এক পুত্রসন্তান লাভ করল, ও সে তার নাম দিল বিন-অম্মি; সে বর্তমানকালের অম্মোনীয়দের পূর্বপুরুষ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 কনিষ্ঠাও একটি পুত্র সন্তান প্রসব করল। সে তার নাম রাখল বেন-আম্মি। সে হল বর্তমান আম্মোনী উপজাতির আদিপুরুষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 আর কনিষ্ঠা কন্যাও পুত্র প্রসব করিয়া তাহার নাম বিন্-অম্মি রাখিল, সে এখনকার অম্মোন-সন্তানদের আদিপিতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 ছোট মেয়েও এক পুত্র সন্তানের জন্ম দিল। তার নাম বিন্-অম্মি। বর্তমানে যে অম্মোন জাতি আছে তাদের আদিপুরুষ হলেন বিন্-অম্মি। অধ্যায় দেখুন |