Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 19:23 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 দেশের উপর সূর্য্য উদিত হলে লোট সোয়রে প্রবেশ করলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 দেশের উপরে সূর্য উদিত হলে লূত সোয়রে প্রবেশ করলেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 লোট সোয়রে পৌঁছালে, দেশে সূর্যোদয় হল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23-24 সূযোর্দয়ের পর লোট সোয়ারে প্রবেশ করলেন, আর প্রভু পরমেশ্বর তখনই আকাশ থেকে সদোম ও ঘমোরার উপর গন্ধক ও অগ্নি বর্ষণ করে সেই নগর দুটি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 দেশের উপরে সূর্য্য উদিত হইলে লোট সোয়রে প্রবেশ করিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লোট সোয়রে পৌঁছলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 19:23
3 ক্রস রেফারেন্স  

তাড়াতাড়ি! ঐ জায়গায় পালিয়ে যাও, কারণ তুমি ঐ জায়গায় না পৌঁছালে আমি কিছু করতে পারি না।” এই জন্য সেই জায়গার নাম সোয়র অর্থাৎ ক্ষুদ্র হল।


এমন দিনের সদাপ্রভু নিজের কাছ থেকে, আকাশ থেকে, সদোমের ও ঘমোরার ওপরে গন্ধক ও আগুন বর্ষণ করলেন।


পরে তিনি পনূয়েল পার হলে সূর্যোদয় হল। আর তিনি ঊরুতে খোঁড়াতে লাগলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন