Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 5:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তোমার যুবতী স্ত্রী তোমার ঝর্ণা, ধন্য হোক সে, তারই মাঝে তুমি আনন্দলাভ কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 তোমার ফোয়ারা দোয়াযুক্ত হোক, তুমি তোমার যৌবনের স্ত্রীতে আমোদ কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 তোমার ফোয়ারা আশীর্বাদধন্য হোক, ও তুমি তোমার যৌবনাবস্থার স্ত্রীতে আনন্দ উপভোগ করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তোমার উনুই ধন্য হউক, তুমি আপন যৌবনের ভার্য্যায় আমোদ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 তাই নিজের স্ত্রীকে নিয়েই সন্তুষ্ট থাকো। যৌবনে যে নারীকে বিয়ে করেছিলে তাকেই ভালোবাস এবং তার প্রেমেই তৃপ্ত হও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তোমার ঝরনা ধন্য হোক, তুমি নিজের যৌবনে স্ত্রীতে আমোদ কর।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 5:18
8 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের দেওয়া এই পার্থিব জীবনের রহস্য বুঝতে না পারলেও, তুমি প্রিয়জনকে নিয়ে আনন্দে কাল কাটাও। কারণ জীবনের যত দুঃখকষ্ট ও পরিশ্রমের মাঝে এইটুকুই তোমার প্রাপ্য।


মোর কাননের তুমি নির্ঝরিণী উচ্ছল স্রোতধারা, উৎসার তার লেবানন গিরি-উৎসমুখে।


আমার প্রেয়সী, আমারই বঁধু যেন এক নিভৃত উদ্যান রুদ্ধ দুয়ার, যেন সুরক্ষিত নিকুঞ্জকানন, যেন এক নিভৃত নির্ঝর রুদ্ধ উৎসমুখ।


নববিবাহিত কোন ব্যক্তি সৈন্যবাহিনীতে যোগ দেবে না এবং তার উপরে অন্য কোন দায়িত্বভার ন্যস্ত করা চলবে না। এক বৎসর সে অবসর নিয়ে বাড়িতে থাকবে ও বিবাহিত স্ত্রীর সঙ্গে দাম্পত্য সুখ ভোগ করবে।


তোমার ফোয়ারার জল কি বাইরে ছড়িয়ে পড়বে? জলের স্রোত কি বয়ে রাস্তা ঘাটে?


না, সে কেবল তোমারই থাক, অন্য কেউ হবে না তোমার শরিক।


চুরি করা জল বেশী মিঠে চোরাই রুটি আরও সুস্বাদু।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন